Breaking

Friday, November 23, 2018

ইংল্যান্ডে উচ্চশিক্ষা

ইংল্যান্ডে উচ্চশিক্ষা
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রী

ব্যাচেলর ডিগ্রী, মাস্টার্স ডিগ্রী, এম.বি.এ ডিগ্রী, ডক্টরেট ডিগ্রী, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা কারিগরী কোর্স, সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স। সাধারণত দু’টি সেমিস্টারে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এগুলো হচ্ছে: অটাম সেমিস্টার-সেপ্টেম্বর-জানুয়ারী

স্প্রিং সেমিস্টার-জানুয়ারী থেকে জুন

প্রয়োজনীয় তথ্যাবলী

আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে মেইল করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনি ভর্তি ফরম ডাউনলোড করে নিতে পারেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের রয়েছে অনলাইনে ভর্তির সুযোগ এডমিশন অফিস আপনার অনুসন্ধানের জবাবে ভর্তি এবং ভিসার জন্য কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন হবে তা বিস্তারিতভাবে জানিয়ে দিবে। ভর্তি প্রক্রিয়াটি অন্তত ১ বৎসর সময় হাতে রেখে শুরু করা উচিত। আবেদনপত্র গ্রহনের পর ৬ থেকে ৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে।

প্রয়োজনীয় কাগজপত্র

সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশীটের ইংরেজী ভার্সন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র, টোফেল বা আইইএলটিএস স্কোর এর প্রমাণপত্র, পাসপোর্টের ফটোকপি, রেফারেন্স লেটার, সকলকপি পাবলিক নোটারী কর্তৃক সত্যায়িত হতে হবে, বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হওয়ার শিক্ষাগত, ভাষাগত ও অন্যান্য যোগ্যতা এবং কোর্সের মেয়াদ : ১-৩ বৎসর পূর্নকালীন স্টাডি, আইন ও চিকিৎসাবিদ্যার জন্য ৫ বৎসর পূর্নকালীন অধ্যায়ন প্রয়োজন। স্থাপত্যবিদ্যার জন্য প্রয়োজন ৭ বৎসরের পূর্নকালীন অধ্যায়ন। পিএইচডি প্রোগ্রামের জন্য ৩ থেকে ৪ বৎসর পূর্নকালীন অধ্যায়নের প্রয়োজন হয়।

পড়তে করতে পারেন

তত্ত্বীয় ও ফলিত বিজ্ঞান, কম্পিউটিং এন্ড ম্যাথমেটিক্যাল, সাইন্স, হেলথ এন্ড মেডিসিন, আইন, এমবিএ, সমাজবিজ্ঞান, হোটেল ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ আর্ট।

শিক্ষা ব্যয়

ফাউন্ডেশন কোর্স প্রতি বছর ৪০০০ পাউন্ড থেকে ১২০০০ পাউন্ড, কলা প্রতি বছর ৭০০০ পাউন্ড-৯০০০ পাউন্ড, বিজ্ঞান প্রতি বছর ৭৫০০ পাউন্ড-১২০০০ পাউন্ড, ক্লিনিক্যাল প্রতি বছর ১০০০০ পাউন্ড-২১০০০ পাউন্ড, এমবিএ-প্রতি বছর ৪০০০ পাউন্ড-৩০০০০ পাউন্ড।

কাজ করার সুযোগ

ইংল্যান্ডে ছাত্রছাত্রীরা প্রতি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার সুযোগ পায় এবং ছুটির দিন এই সুযোগ ৩৬ ঘন্টার জন্য। বড় বন্ধের সময় কোন বাধা ধরা নিয়ম নেই সব সময়ই কাজ করতে পারে শিক্ষার্থীরা।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment